জয়পুরহাটের ক্ষেতলালে চালকের গলা কেটে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে পালানোর সময় দুজনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাত পৌনে আটটার দিকে জয়পুরহাট-পাঠানপাড়া সড়কের উপজেলার হোপ সেতু এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় আহত ভ্যানচালকের নাম সাইফুল ইসলাম (৫০)। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাইফুল ক্ষেতলাল উপজেলার হোপ গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন জয়পুরহাট সদর উপজেলার ঘেনাপাড়া গ্রামের সজিব হোসেন (২৫) ও গুয়াবাড়িঘাটের স্বপন হোসেন (৫০)। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি আজ মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাতটার পর চৌমুহনী এলাকা থেকে সাইফুলের ব্যাটারিচালিত ভ্যানে চড়েন সজিব ও স্বপন। হোপ সেতু এলাকায় পৌঁছালে ওই দুজন পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে সাইফুলের গলায় আঘাত করেন। এতে তাঁর গলার কিছু অংশ কেটে যায়। একপর্যায়ে তিনি সড়কের ওপর পড়ে যান। পরে তাঁরা ভ্যানটি নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সড়কটি দিয়ে চলাচলকারী লোকজনকে বিষয়টি জানান সাইফুল। তাঁরা সেখান থেকে সাইফুলকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠান। ঘটনাটি গ্রামবাসী জেনে ধাওয়া দিয়ে ওই ভ্যানসহ দুই ছিনতাইকারীদের ধরে ফেলেন। এ সময় তাঁদের মারধর করে বিক্ষুব্ধ জনতা। পরে খবর পেয়ে গতকাল রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আজ সকালে জানান, এ ঘটনায় করা মামলায় ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হচ্ছে। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন সাইফুল ইসলাম এখন আগের চেয়ে সুস্থ আছেন।