সকালের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের কিছু কিছু এলাকায় পানি জমেছে। আজ বুধবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে নগরের কয়েকটি এলাকায় পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে স্থানীয় বাসিন্দারাসহ কর্মস্থলের উদ্দেশে বের হওয়া মানুষ ভোগান্তিতে পড়েন।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও এর আশপাশের এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এ কারণে মঙ্গল থেকে শনিবার পর্যন্ত চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
সকালে আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয় জানায়, আজ সকাল ৯টার আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টার মধ্যে।
ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের জিইসি মোড়, কাপাসগোলা, কাতালগঞ্জ, শুলকবহর, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, হালিশহর আবাসিক এলাকায় পানি জমে যাওয়ার খবর পাওয়া যায়। এসব এলাকায় গোড়ালি থেকে হাঁটু পরিমাণ পানি জমে। আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত পানি জমে ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অফিস বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শহীদুল ইসলামের। তিনি বলেন, বাসা থেকে অফিসের দিকে এসে বিপদে পড়েন। অফিসে যাওয়ার রাস্তায় হাঁটু পরিমাণ পানি। তা ডিঙিয়ে যাওয়া সম্ভব নয়। পরে বাড়তি রিকশাভাড়া দিয়ে পানিতে ডুবে যাওয়া রাস্তা পার হতে হয়েছে। নগরের বহদ্দারহাট এলাকার বাসিন্দা ইফতেখার উদ্দিনের অফিস প্রবর্তক মোড় এলাকায়। তিনি বলেন, বাসা থেকে অফিসে আসার পথে দুই জায়গায় পানিতে রাস্তা তলিয়ে গেছে।
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৪ হাজার ৩৪৯ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প বাস্তবায়ন করছে তিন সংস্থা। এর মধ্যে সিডিএ দুটি এবং সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ড একটি করে প্রকল্পের কাজ করছে। প্রকল্পগুলোর কাজ চলছে ৫ থেকে ১১ বছর ধরে। ইতিমধ্যে খরচ হয়েছে ৮ হাজার ৩১২ কোটি টাকা। প্রকল্পগুলোর কাজ এখন প্রায় শেষ পর্যায়ে।
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায় থেকে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে অন্তত পাঁচটি সভা হয়েছে। এসব সভায় নগরের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামের সেবা সংস্থাগুলোর করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
গতকাল সকালে নগরের বিভিন্ন এলাকায় পানি জমে থাকার বিষয়টি স্বীকার করেছেন সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা প্রণব কুমার শর্মা। তিনি প্রথম আলোকে বলেন, সকালে জোয়ার ছিল। এ কারণে শুলকবহর এলাকায় পানি জমে। তবে কিছু কিছু এলাকায় পানি জমলেও তা বেশিক্ষণ স্থায়ী ছিল না। অল্প সময়ের মধ্যে নেমে যায়।