রাজশাহীতে ২০ দিনে ৫১ জনের করোনা শনাক্ত

করোনা নমুনা পরীক্ষা
প্রতীকী ছবি

রাজশাহীতে আজ রোববার ৩১ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক শূন্য ৩ শতাংশ। রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে নমুনাগুলো পরীক্ষা করা হয়। এই ল্যাবে গত ২৭ মে থেকে করোনা পরীক্ষা শুরু হয়েছে। আজসহ করোনা শনাক্ত হয়েছে ৫১ জনের শরীরে। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৯৮ জনের। পরীক্ষার হিসাবে করোনা শনাক্তের হার প্রায় ২৫ দশমিক ৭৫ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, শুরুতে কয়েকজন চিকিৎসক ঠান্ডা-জ্বর নিয়ে করোনার নমুনা পরীক্ষা করান। পরে তাঁদের অধিকাংশের করোনা শনাক্ত হয়। এর পর থেকে প্রতিদিন ল্যাবটিতে করোনা পরীক্ষা হচ্ছে। ২ জুন ১৫ জনের পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। তাঁদের অধিকাংশই ছিলেন চিকিৎসক। সেদিনের শনাক্তের হার ছিল ৬০ শতাংশ। এর পর থেকে প্রতিদিন করোনা পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা করানোর জন্য এখন সাধারণ মানুষও আসছেন। তবে তাঁরা বাড়িতে চিকিৎসকের পরামর্শ মোতাবেক চিকিৎসা নিচ্ছেন।

রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান মো. মিজানুর রহমান বলেন, বর্তমান আবহাওয়ায় এ ধরনের রোগের উপসর্গ সামনে আসছে। ইনফ্লুয়েঞ্জা এখনো সম্পূর্ণ নিরাময় হয়নি, ঠিক তেমনি করোনাও রয়ে গেছে। তাঁদের ল্যাবে শুরুতে চিকিৎসকেরা পরীক্ষা করিয়েছেন। এখন রাজশাহী শহরের সাধারণ মানুষও পরীক্ষা করাচ্ছেন। পরীক্ষায় শনাক্ত হচ্ছে। করোনা থেকে দূরে থাকতে হলে মাস্ক পরতে হবে। আগের মতো সতর্ক হতে হবে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রস্তুতি নিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা চিকিৎসার জন্য ৩০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, বর্তমানে হাসপাতালে কোনো করোনা রোগী নেই। ঈদের আগে একজন আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিলেন। তিনি সুস্থ হয়ে ফিরে গেছেন। করোনায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় হাসপাতালে ৩০ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা আছে। এ ছাড়া করোনা চিকিৎসায় চিকিৎসক, নার্সদের সমন্বয়ে একটি দল গঠন করা হয়েছে। পাশাপাশি অক্সিজেন, ক্যানুলাসহ চিকিৎসার অন্যান্য সরঞ্জাম রাখা আছে। এখন পর্যন্ত কেউ ভর্তি হননি।