
সাতক্ষীরার কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৩৫০ কেজি অপরিপক্ব আম জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার মৌতলা ও ভাড়াশিমলা এলাকায় এসব অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন উপস্থিত ছিলেন।
অমিত কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার আশায় অপরিপক্ব আম গাছ থেকে পেড়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন। পরে এসব আম কৃত্রিমভাবে রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারজাত করা হয়, যা মানবদেহের জন্য ক্ষতিকর।
অভিযানের বিষয়ে অমিত কুমার বিশ্বাস বলেন, এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে আজ বেলা একটার দিকে মৌতলা এলাকায় অভিযান চালিয়ে ২০০ কেজি গোবিন্দভোগ আম জব্দ করা হয়। এ ঘটনায় কৃষ্ণনগর এলাকার ব্যবসায়ী মিজানুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। আরেক অভিযানে বেলা তিনটার দিকে ভাড়াশিমলা এলাকায় ১৫০ কেজি গোবিন্দভোগ আম জব্দ করা হয়। এ সময় রঘুনাথপুর গ্রামের ব্যবসায়ী মফিজুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অমিত কুমার আরও বলেন, খুব শিগগির আম ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে আম পাড়ার সময় নির্ধারণ করা হবে। তবে এই মুহূর্তে টকজাতীয় ও আঁটি আম বাজারজাত করার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।