গ্রেপ্তার
গ্রেপ্তার

খাগড়াছড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগে চা–দোকানি গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. শাহিন মিয়া (৫৩) নামে এক চা–দোকানিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

শিশুটির বাবা জানান, তাঁর মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। গতকাল দুপুরে মাদ্রাসা ছুটি শেষে সে বাড়ি ফিরছিল। তখন চা–দোকানি মো. শাহিন মিয়া তাঁর মেয়েকে ধর্ষণ করে। এরপর ওই দোকানি বিকেলে মোটরসাইকেল দিয়ে মেয়েটিকে বাড়িতে দিয়ে যায়। বাড়ি ফেরার পর তাঁর স্ত্রী ও শাশুড়ি মেয়েটির শরীরে রক্ত দেখতে পায়। এরপর ধর্ষণের ঘটনাটি জানতে পারেন।

জানতে চাইলে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন প্রথম আলোকে বলেন, শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। আজ বুধবার গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে নেওয়া হবে।

পুলিশ জানায়, শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা রোকসানা আক্তার বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’