সাগরে ভাসছিল নিখোঁজ জেলের লাশ

লাশ
প্রতীকী ছবি

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার উপকূল থেকে মোহাম্মদ এরফান (২৮) নামের নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মিয়ার কাটাসংলগ্ন সাগর থেকে ভাসমান অবস্থায় ওই জেলের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় এক জেলে তাঁর লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন।

এর আগে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে নোঙর করা একটি মাছ ধরার নৌকা থেকে লাফ দিয়ে কুলে ওঠার সময় ওই জেলে সাগরে তলিয়ে যান। মোহাম্মদ এরফান উপজেলার লেমশিয়াখালী ইউনিয়নের মোহাম্মদ ইসমাইলের ছেলে।

স্থানীয় জেলেরা জানান, সাত দিন আগে একটি নৌকায় মোহাম্মদ এরফানসহ ১০ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যান। নৌকাটি গতকাল রাত ১০টার দিকে উপকূলে ফিরে এসে উত্তর ধুরুং ইউনিয়নের ফিল্লারপাড়ার পশ্চিমে নোঙর করে। পরে মাছ ধরার নৌকায় অবস্থানরত জেলেদের কুলে তোলার জন্য একটি ছোট নৌকা আসে। কিন্তু ছোট নৌকায় না উঠে মোহাম্মদ এরফান সাগরে লাফ দেন। এ সময় স্রোতের টানে তিনি তলিয়ে যান।

স্থানীয় উত্তর ধুরুং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনছুর রাব্বি প্রথম আলোকে বলেন, মাছ ধরা নৌকা থেকে লাফ দিয়ে এরফান সাগরে স্রোতের টানে তলিয়ে যান। পরে ২০ থেকে ৩০টি নৌকা নিয়ে সাগরে তল্লাশি চালিয়েও ওই জেলের খোঁজ মেলেনি। আজ সকাল ৬টার দিকে মিয়ার কাটার পশ্চিম সাগরে এক জেলে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেন।

জানতে চাইলে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, লাশটি হাসপাতালে আছে। চিকিৎসকের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এই নিয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।