
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী লিয়াকত হোসেন ওরফে বাবুল (৪৬) দাবি করেছেন, এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।
ভুক্তভোগী লিয়াকত হোসেন সাংবাদিকদের জানান, দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ নাইয়াটোলা মৌজায় তাঁদের পৈতৃক ৯ শতাংশ জমির ওপর তিনতলা একটি বাড়ি রয়েছে। নিচতলায় দুটি দোকান ভাড়া দেওয়া। সম্প্রতি স্থানীয় প্রভাবশালী ব্যক্তি নূরে আলম, শহিদ আলম, কামাল হোসেন, ফারুক মিয়া ও মনির হোসেন তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে তিনি রাজি না হওয়ায় ১৪ জুলাই দুপুরে চাঁদা দাবি করা ব্যক্তিরা দলবল নিয়ে এসে ভাড়াটেকে মারধর করে দোকান থেকে বের করে দেন। একপর্যায়ে তাঁরা একটি দোকানে তালা ঝুলিয়ে দেন।
লিয়াকত হোসেন দাবি করেন, ঘটনার দিনই তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। বরং চাঁদাবাজেরা এখনো হুমকিধমকি দিয়ে যাচ্ছেন। ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত ব্যক্তিদের এলাকায় খোঁজ করে পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের একজন মনির হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আকতার হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। থানার সহকারী উপপরিদর্শক আতাউর বিষয়টি তদন্ত করছেন। তদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।