শীতের তীব্রতা বাড়ায় জয়পুরহাট জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান এবং মাধ্যমিক বিদ্যালয় আজ রোববার ও আগামীকাল সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সকালে জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন এ ঘোষণা দেয়।
আজ সকালে জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তানভীর গাজী প্রথম আলোকে বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় দুই দিন পুরোপুরি বন্ধ থাকবে এবং প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে।
সকালে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমান উদ্দিন মণ্ডল প্রথম আলোকে বলেন, জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হওয়ায় আজ ও আগামীকাল মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটিতে বিদ্যালয়গুলো পুরোপুরি বন্ধ থাকবে। সব বিদ্যালয় কর্তৃপক্ষকে ছুটির কথা জানানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, ‘ডিসি স্যারের সঙ্গে আলোচনা করে আজ রোববার ও আগামীকাল সোমবার বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা আছে, তবে পাঠদান বন্ধ।’
ছুটি ঘোষণার পর সকাল সাড়ে নয়টার দিকে আক্কেলপুর উপজেলা সদরের ফজরউদ্দিন (এফইউ) পাইলট উচ্চবিদ্যালয়ে গিয়ে খোলা পাওয়া যায়। শিক্ষার্থীরা অ্যাসেম্বলিতে দাঁড়িয়েছে। প্রধান শিক্ষক আবদুল মতিনকে তাঁর কক্ষে পাওয়া যায়নি। সহকারী শিক্ষক আবদুর রউফ বলেন, ‘বিদ্যালয় ছুটির কথা আমাদের কেউ জানায়নি। এ কারণে বিদ্যালয় খোলা রয়েছে।’