আটক জেলেরা
আটক জেলেরা

কোস্টগার্ডের অভিযান

নোয়াখালীতে কোস্টগার্ডের অভিযানে ৩৩ জেলে আটক

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযানে ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জেলেকে আটক করা হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া কারেন্ট জালের বাজারমূল্য প্রায় সাড়ে ১০ কোটি টাকা। আজ মঙ্গলবার সকালে কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার বিকেল চারটার দিকে কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের সদস্যরা ওই অভিযান পরিচালনা করেন। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল চারটায় নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাট–সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় দুটি নৌযান থেকে ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটক করা হয় ৩৩ জেলেকে। একই সময়ে মাছ ধরার আরেকটি নৌযানকে ধাওয়া করলে জেলেদের হামলায় কোস্টগার্ডের এক সদস্য ও এক মাঝি আহত হন।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জব্দ করা জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়েছে। জব্দ করা নৌযান ও আটক জেলেদের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।