
খুলনায় বাতিল হওয়া নভোথিয়েটার প্রকল্পসহ তিনটি প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। আজ রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। খুলনায় নভোথিয়েটারের পাশাপাশি জিয়া হল ও আধুনিক কসাইখানা প্রকল্প বাস্তবায়নেরও দাবি করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামান। তিনি বলেন, খুলনায় ৫৫৩ কোটি টাকার নভোথিয়েটার প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। গত ৩০ ডিসেম্বর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোকাব্বির হোসেনের সভাপতিত্বে প্রজেক্ট স্টিয়ারিং কমিটির (পিএসসি) সভায় প্রকল্পটির কার্যক্রম অসমাপ্ত রেখে সমাপ্ত ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে খুলনার প্রতি চরম বৈষম্য পরিলক্ষিত হয়েছে। নগরের সিঅ্যান্ডবি কলোনি এলাকায় নভোথিয়েটারটি নির্মাণ করার কথা ছিল। নাম ও স্থান পরিবর্তন করে খুলনায় নভোথিয়েটার স্থাপনের কথা ছিল। তবুও কেন প্রকল্পের নাম এবং জোড়া গেট সিঅ্যান্ডবি কলোনিবাসীর আপত্তির অজুহাত তুলে কার্যক্রম বন্ধ করা হলো, তা বোধগম্য নয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১২ ডিসেম্বর খুলনায় নভোথিয়েটার প্রকল্প বাস্তবায়নসংক্রান্ত একটি মতবিনিময় সভায় সিঅ্যান্ডবি কলোনির পরিবর্তে বিকল্প স্থানে খুলনা নভোথিয়েটার স্থাপনের দাবি উঠেছিল। তাহলে কেন প্রকল্প বাতিলের এমন সিদ্ধান্ত হলো? খুলনায় নভোথিয়েটারের স্থান নির্ধারণসংক্রান্ত জটিলতা কাটিয়ে ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি একনেকে প্রকল্পটি অনুমোদন পায়। ইতিমধ্যে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও রংপুরে নভোথিয়েটারের কাজ শুরু হয়েছে।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতারা বলেন, নগরের শিববাড়ী মোড় এলাকায় জিয়া হলের অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৫০০ কোটি টাকার প্রকল্প ও খুলনার রাজবাঁধ এলাকায় ৮৩ কোটি টাকার আধুনিক কসাইখানা নির্মাণের সিদ্ধান্ত বাতিল হয়েছে। এই তিনটি প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে।
এই দাবিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করেন নেতারা। কর্মসূচির মধ্যে ২২ জানুয়ারি প্রধান উপদেষ্টা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি, ২৪ জানুয়ারি খালিশপুর পিপলস চত্বরে মানববন্ধন, ২৫ জানুয়ারি খুলনার সব নাগরিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির মহাসচিব শেখ হফিজুর রহমান, সহসভাপতি মো. নিজাম উর রহমান, মিনা আজিজুর রহমান, শাহীন জামাল, মিজানুর রহমান, মো. খলিলুর রহমান, যুগ্ম মহাসচিব সরদার রবিউল ইসলাম, সৈয়দ এনামুল হাসান, মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল আলম সরদার প্রমুখ।