
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার করিম বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮০টি টিয়া উদ্ধার করা হয়েছে। দুই পাখিশিকারিকে আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে টিয়াগুলো আকাশে উড়িয়ে দেওয়া হয়।
দুই পাখিশিকারির মধ্যে যশোরের শওকত আলীকে ২০ দিন এবং বাগেরহাটের কামরুল শেখকে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বুধবার রাতে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ। তিনি বলেন, বন্য প্রাণী টিয়া পাচারের জন্য আটকে রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ৮০টি টিয়া উদ্ধার করা হয়। অবৈধভাবে আটকে রাখার দায়ে দুজনকে কারাদণ্ড দেওয়া হয়।
উদ্ধার করা পাখিগুলো পরে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলীর উপস্থিতিতে আকাশে অবমুক্ত করা হয়।