
পাবনায় পুরোনো মোটরসাইকেল কেনা নিয়ে বিরোধে রিকো হোসেন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে পাবনা পৌরসভার ছাতিয়ানি মহল্লায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রিকো হোসেন ওই মহল্লার ফারুক হোসেন ও রোকেয়া খাতুন দম্পতির ছেলে। এ ঘটনায় আজ শুক্রবার মামলার পরপরই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ দুপুরে রিকোর মা রোকেয়া খাতুন বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। মামলা দায়েরের পরপরই বিকেলে অভিযান জালিয়ে মামলার প্রধান আসামি ভোলাকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। অপর দুই আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
নিহত রিকোর মা রোকেয়া খাতুন তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
পুলিশের ভাষ্য, নিহত রিকো ও গ্রেপ্তার ভোলা দুজনই পূর্বপরিচিত। রিকোর বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতাসহ বিভিন্ন অপরাধে থানায় ছয়টি মামলা রয়েছে। অন্যদিকে গ্রেপ্তার ভোলার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক–সংশ্লিষ্টতাসহ বিভিন্ন অপরাধে চারটি মামলা রয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, কিছুদিন আগে ভোলার কাছ থেকে রিকো একটি পুরনো মোটরসাইকেল কেনেন। মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। কাগজপত্র দিতে দেরি হওয়ায় রিকো বিক্রেতা ভোলার ওপর ক্ষিপ্ত হন। গতকাল রাতে এসব নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হলে একপর্যায়ে ভোলা ক্ষিপ্ত হয়ে রিকোকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করেন। পরে তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।