
দিনাজপুরের বিরামপুরে ইয়াবা উদ্ধারের অভিযানে গিয়ে এক ব্যাক্তিকে তল্লাশি করে কোমর থেকে ১২টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম জয়দেব মোহন্ত (৪৩)। তল্লাশি শেষে গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর বাজারে থেকে সোনার বারসহ ওই যুবককে আটক করা হয়। বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ২৪ ক্যারেটের ১২টি সোনার বারের ওজন ১ কেজি ২৫০ গ্রাম। বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ ১৮ হাজার টাকা। আটক জয়দেব মোহন্ত বগুড়ার আদমদীঘি উপজেলার চাপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের গিরেন মোহন্তর ছেলে। তিনি কয়েক বছর ধরে জেলার বিরামপুর উপজেলার মুকুন্দপুর গ্রামে বিয়ে করে সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। তাঁর ভগ্নিপতি একটি জুয়েলারি প্রতিষ্ঠানের সোনার গয়না তৈরির কারিগর।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, বিরামপুর থেকে গতকাল রাতে সীমান্ত দিয়ে বাংলাদেশে ইয়াবা পাচার হবে—এমন সংবাদ পাওয়া যায়। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিরামপুর থানার একদল পুলিশ মুকুন্দপুর বাজারে বিরামপুর-কাটলাহাট পাকা সড়কে অভিযান চালায়। এ সময় বিরামপুর থেকে ইজিবাইকে করে আসা জয়দেব মোহন্ত মুকুন্দপুর বাজারে নামেন। পরে বাজারে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ওই বাজারে মঞ্জুরুল ইসলামের দোকানের সামনে থেকে জয়দেব মোহন্তকে আটক করে। পরে তাঁর দেহ তল্লাশি করে কোমরের বেল্টের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ১২টি সোনার বার পাওয়া যায়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক প্রথম আলোকে বলেন, গতকাল রাতে উপজেলার মুকুন্দপুর বাজার থেকে ১২টি সোনার বারসহ জয়দেব মোহন্ত নামের একজনকে আটক করা হয়েছে। ওই ব্যক্তিসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। আসামিকে আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুর আদালতে পাঠানো হবে।