বঙ্গোপসাগরে লাইটার জাহাজের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবে নিখোঁজ দুই জেলের মধ্যে একজনের লাশ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার রাত আটটার দিকে তাঁর লাশ উপকূলে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সাগরে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেন জেলেরা।
নিহত জেলে আবদুর রশিদ (৪২) কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়ার বাসিন্দা। সাগরে এখনো নিখোঁজ আছেন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া এলাকার মো. হারুন (৪০)।
নৌকার মালিকপক্ষ ও নৌ পুলিশ সূত্রে জানা যায়, ছয়জন মাঝিমাল্লা নিয়ে গত রোববার সকালে আনোয়ারার পরুয়াপাড়া এলাকার সাত্তার মাঝির ঘাট থেকে সাগরে মাছ ধরতে যায় একটি নৌকা (ফিশিং বোট)। মঙ্গলবার ভোররাতে মাছ শিকার শেষে ঘুমিয়ে পড়েন মাঝিমাল্লাদের কেউ কেউ। রাত সাড়ে চারটার দিকে বরিশালগামী একটি পণ্যবাহী লাইটার জাহাজের ধাক্কায় মাছ ধরার নৌকাটি ডুবে গেলে চার জেলে সাঁতরে অন্য একটি নৌকায় উঠতে সক্ষম হন। তবে নৌকার মাঝি হারুন ও আবদুর রশিদের সন্ধান পাওয়া যায়নি। পরে গতকাল বুধবার বিকেলে সাগরে ভাসমান অবস্থায় লাশ পাওয়া যায় আবদুর রশিদের।
আনোয়ারা বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, একজনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আনোয়ারা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আরও এক জেলে নিখোঁজ। তাঁর খোঁজে অনুসন্ধান চলছে।