ইসলামপুরে রাইস মিলের গুদাম থেকে ২০৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন
ইসলামপুরে রাইস মিলের গুদাম থেকে ২০৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন

জামালপুরে রাইস মিলের গুদাম থেকে ২০৬ বস্তা সরকারি চাল জব্দ, মিলমালিক গ্রেপ্তার

জামালপুরের ইসলামপুর উপজেলার একটি চালকলের গুদাম থেকে সরকারের বরাদ্দ ভিজিডি ও ভিজিএফ কর্মসূচির ২০৬ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় মিলের মালিক মোহাম্মদ আরিফ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার সিরাজাবাদ এলাকার বাসিন্দা এবং অভিযুক্ত ‘মা রাইস মিল’-এর স্বত্বাধিকারী।

গতকাল রোববার রাত দুইটার দিকে উপজেলার গাঁওকুড়া এলাকায় ওই মিলের গুদামে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে ৫০ কেজি ওজনের ২০৬ বস্তা চাল উদ্ধার করা হয়।

ইউএনও মো. তৌহিদুর রহমান প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চার ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এসব চাল জব্দ করি। রাতেই মিলমালিক আরিফ মণ্ডলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অতিদরিদ্রদের জন্য বরাদ্দ চালের অপব্যবহার বরদাশত করা হবে না। কালোবাজারে চাল বিক্রি বা কেনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে দ্রুত আদালতে পাঠানো হবে। এ ছাড়া এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।