পদচারী সেতুর দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন। আজ সকাল দশটায় চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়ায়
পদচারী সেতুর দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন। আজ সকাল দশটায় চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়ায়

মিরসরাইয়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

পদচারী–সেতুর দাবিতে মানববন্ধন করলেন শিক্ষক, শিক্ষার্থীরা

চট্টগ্রামের মিরসরাইয়ে পদচারী–সেতুর দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় এ কর্মসূচি হয়। ওই এলাকায় গতকাল বুধবার ট্রাকচাপায় মাদ্রাসাছাত্রী ও পথচারী নিহত হয়েছিলেন।

বড়তাকিয়া জাহিদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকেরা এ মানববন্ধনে অংশ নেন। এতে সংহতি জানিয়ে স্থানীয় বাজারের ব্যবসায়ীরাও হাজির হন। কর্মসূচিতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, খৈয়াছড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক প্রবাল ভৌমিক, বড়তাকিয়া বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আফসার বক্তব্য দেন।

বক্তারা বলেন, বড়তাকিয়া বাজারের পূর্ব পাশে বড়তাকিয়া মাজার ও বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসার গেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী তোলেন চালকেরা। এ ছাড়া মানুষজনও এলোপাতাড়ি রাস্তা পারাপার হয়। এতে বারবার স্থানটিতে দুর্ঘটনা ঘটছে।

এ এলাকার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রবেশ মুখের এ জায়গাটিতে বড়তাকিয়া বাজার, আবুতোরাবের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ, বরতাকিয়া বাজার এলাকায় আবুল কাশেম গার্লস হাইস্কুল, খৈয়াছড়া উচ্চবিদ্যালয়, খৈয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসা ও একটি কিন্ডারগার্টেন রয়েছে।  প্রতিদিন অন্তত ২০ হাজার মানুষ এ এলাকার সড়ক পার হন। কিন্তু বারবার আবেদন করার পরেও স্থানটিতে কোনো পদচারী–সেতু দেওয়া হচ্ছে না।

জানতে চাইলে মানববন্ধনের অন্যতম আয়োজক মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মানববন্ধন শেষ করে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দিয়েছি। যত দিন এই স্থানে পদচারী–সেতু তৈরি না হয়, তত দিন যেন এখানে দুজন ট্রাফিক পুলিশ সদস্য নিয়োজিত থাকে এটিই তাঁদের দাবি।’

জানতে চাইলে চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, বড়তাকিয়া বাজার এলাকায় পদচারী–সেতুর উপযোগিতা আছে কি না, সেটি আমরা সমীক্ষা করে দেখব। বাস্তবতা থাকলে পদচারী–সেতু স্থাপনের বিষয় উদ্যোগ নেওয়া হবে।’