সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান চট্টগ্রামের সীতাকুণ্ডের সঙ্গে সন্দ্বীপের ফেরি যোগাযোগের কার্যক্রম পরিদর্শন করেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান চট্টগ্রামের সীতাকুণ্ডের সঙ্গে সন্দ্বীপের ফেরি যোগাযোগের কার্যক্রম পরিদর্শন করেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে

সন্দ্বীপে যাতায়াত করা শাস্তির মতো: উপদেষ্টা ফাওজুল কবির খান

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, সন্দ্বীপে যাতায়াত করা শাস্তির মতো। ঘাটের নানা অনিয়ম, অব্যবস্থাপনা, ভ্যানভাড়া, রিকশাভাড়া, এটা ভাড়া, ওটা ভাড়া—সব মিলিয়ে সন্দ্বীপের মানুষকে একরকম জিম্মি করে রাখা হয়েছে। বাড়িতে যাওয়া কিংবা আত্মীয়-স্বজনের কাছে যাওয়া তো অপরাধ নয়।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সঙ্গে সন্দ্বীপের ফেরি যোগাযোগের কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন ফাওজুল কবির খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম, বাঁশবাড়িয়া ফেরিঘাট সড়ক নির্মাণের প্রকল্পে কর্মরত সেনা প্রতিনিধি, বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী রকিবুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ম রফিকুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা প্রমুখ।

এ সময় উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘আগে উন্নয়ন হয়েছে ঢাকায় কিংবা বড় শহরে। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ উন্নয়নের সুফল পায়নি। প্রধান উপদেষ্টার নির্দেশনা হচ্ছে, যেসব জায়গায় উন্নয়ন পৌঁছায়নি, সেখানে যেতে হবে। এ জন্য সন্দ্বীপের এ প্রচেষ্টাকে টেস্ট কেস হিসেবে নিয়েছি। এটা সফল হলে আরও যেসব দ্বীপ আছে, সেখানে উন্নয়ন করা হবে। উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই আমরা।’

এ সময় বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী রকিবুল ইসলাম তালুকদার বলেন, তাঁরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন। ১০ মার্চ তাঁরা ফেরি চলাচল উদ্বোধন করার আশা রাখছেন। এ ছাড়া কুমিরা ঘাটের ইজারা প্রথা বাতিল করা হয়েছে। এখন যেকেউ চাইলে স্পিডবোট এনে চালাতে পারবেন। তবে বিআইডব্লিউটিএ রেজিস্ট্রেশন লাগবে।

সভায় উপদেষ্টা ভোলায় সড়ক যোগাযোগের সুবিধার্থে সেতু নির্মাণের কথাও বলেন। তিনি বলেন, ‘ভোলা সেতুর কথা চিন্তা করছি। কারণ, ভোলায় গ্যাস পাওয়া গেছে। এ জন্য সেখানে মানুষের যাতায়াত বাড়বে। সেখানে শিল্পকারখানা হবে।’