দুর্ঘটনাকবলিত জাহাজ সাগর নন্দিনী-২ থেকে তেল অপসারণের সময় আবার বিস্ফোরণের পর জ্বলছে আগুন। সোমবার সন্ধ্যায় ঝালকাঠি শহরের খেয়াঘাটসংলগ্ন সুগন্ধা নদীতে
দুর্ঘটনাকবলিত জাহাজ সাগর নন্দিনী-২ থেকে তেল অপসারণের সময় আবার বিস্ফোরণের পর জ্বলছে আগুন। সোমবার সন্ধ্যায় ঝালকাঠি শহরের খেয়াঘাটসংলগ্ন সুগন্ধা নদীতে

সুগন্ধা নদীতে দুর্ঘটনাকবলিত জাহাজে আবার বিস্ফোরণ, দুই পুলিশ সদস্য দগ্ধ

ঝালকাঠিতে দুর্ঘটনাকবলিত জাহাজ সাগর নন্দিনী-২ থেকে তেল অপসারণের সময় আবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত জাহাজে দায়িত্বে থাকা ৯ পুলিশ সদস্যসহ ১১ জন আহত হয়েছেন।

তাঁদের মধ্যে গুরুতর দগ্ধ দুই পুলিশ সদস্যকে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের পৌরসভার খেয়াঘাটসংলগ্ন সুগন্ধা নদীর মধ্যে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই নুরুল ইসলাম।

ঝালকাঠি সদর থানার উপরিদর্শক এসআই গণেশ চন্দ্র ঘরামীর নেতৃত্বে ১১ জন পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন। তাঁদের মধ্যে তিনজন নৌ–পুলিশের সদস্য।

আহত পুলিশ সদস্যরা হলেন এসআই গণেশ চন্দ্র ঘরামী (৫০), কনস্টেবল পলাশ (২৫), এসআই হাকিম (৫০), কনস্টেবল মেহেদী (২৭), নৌ–পুলিশের এটিএসআই হেলাল উদ্দিন (৫৫), নায়েক সিদ্দিক (৪৫), এসআই মোস্তফা (৪৩), সাগর নন্দিনী-৪–এর বাবুর্চি কাইয়ুম (৩২) ও স্থানীয় শ্রমিক হালিম হাওলাদার (৫০)। গুরুতর দগ্ধ দুজন হলেন কনস্টেবল শওকত (৩৫) ও দ্বিপ (৩২)। অধিকাংশই আতঙ্কে নদীতে ঝাঁপিয়ে পড়ে বিকট শব্দে আহত হয়েছেন। দগ্ধ কনস্টেবল শওকত (৩৫) ও দ্বিপকে (৩২) বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নতুন করে অগ্নিকাণ্ডে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শহরের মানুষকে ছোটাছুটি করতে দেখা গেছে। বিশেষ করে সুগন্ধা নদীর তীরবর্তী নতুন চর ও পৌরসভার খেয়াঘাট এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে চলে যান। সুগন্ধা নদীর মধ্যবর্তী স্থানে সাগর নন্দিনী-২ ও সাগর নন্দিনী-৪ নোঙর করা ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শী শাকিল রনি নামের একজন স্বেচ্ছাসেবক জানান, আজ বিকেল থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাগর নন্দিনী-২ জাহাজ থেকে ওটি সাগর নন্দিনী-৪ নামের অপর একটি জাহাজে জ্বালানি তেল অপসারণের কাজ চলছিল। এর মধ্যে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ বিস্ফোরণে দুটি জাহাজে আগুন ধরে যায়। এ সময় কয়েকজনকে নদীতে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। পরে স্থানীয় জনগণ আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঝালকাঠি সদর থানার এসআই নুরুল ইসলাম বলেন, সন্ধ্যার পরে পরপর দুবার বিস্ফোরণে সুগন্ধা নদীর তীরবর্তী এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। এ ঘটনায় ৯ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর দগ্ধ দুজনকে বরিশালে পাঠানো হয়েছে।

গত শনিবার বেলা দুইটার দিকে সুগন্ধা নদীর তীরের সরকারি তেলের ডিপোর কাছে নন্দিনী-২ নামের একটি জ্বালানি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। জাহাজে মোট ৯ কর্মী ছিলেন। তাঁদের মধ্যে অগ্নিকাণ্ডে নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ হওয়া চার কর্মচারীকে রাতেই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।