
চট্টগ্রাম নগরে এক নারীর গলা থেকে চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে নগরের কোতোয়ালি থানার টেরিবাজার মায়াবীর গলি এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, এক নারী গলির ভেতর ঢুকছেন। তাঁর হাতে ছিল পলিথিনের ব্যাগ ও কাপড়। তখন দুজন ব্যক্তি এসে তাঁকে তাড়া করেন। ওই সময় তাঁর গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি পড়ে গেলে গলা থেকে চেইনটি নিয়ে পালিয়ে যায় দুই ছিনতাইকারী।
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম প্রথম আলোকে বলেন, টেরিবাজার এলাকায় ছিনতাইয়ের একটি ভিডিও দেখে পুলিশ জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ করছে। তবে এই বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি।