Thank you for trying Sticky AMP!!

গাইবান্ধার ‘১ শিক্ষক, ৮ শিক্ষার্থীর’ সেই বিদ্যালয়ে নতুন দুই শিক্ষকের যোগদান

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তেকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়

অবশেষে দুজন নতুন শিক্ষক পেল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তেকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ মঙ্গলবার তাঁদের যোগদানের মাধ্যমে বিদ্যালয়টিতে এখন শিক্ষকের সংখ্যা দাঁড়ালো তিনজনে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, মোছাম্মৎ নূপুর আক্তার ও নয়ন চন্দ্র সরকার নামের দুই শিক্ষক আজ সকালে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তাঁদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষক যোগদান করায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা খুশি।

বিদ্যালয়টি নিয়ে গত ১৪ জানুয়ারি প্রথম আলোতে ‘১ শিক্ষক ৮ শিক্ষার্থীর বিদ্যালয়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, আগে বিদ্যালয়ে আটজন শিক্ষার্থী ছিল। জানুয়ারিতে ১২ জন ভর্তি হয়েছে। বর্তমানে বিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা ২০ জন। এখন শিক্ষক বাড়ল, শিক্ষার্থীও বাড়বে। এ বিদ্যালয়ে শিক্ষকের পদ পাঁচটি। এখনো দুটি ফাঁকা থাকল।

Also Read: ১ শিক্ষক, ৮ শিক্ষার্থীর বিদ্যালয় 

বিদ্যালয় সূত্র জানায়, প্রায় এক একর জমির ওপর ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ৭ বছর ধরে একজন শিক্ষক দিয়ে চলছে। তিনি প্রধান শিক্ষক নজরুল ইসলাম। জেলা শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে কিশোরগাড়ি ইউনিয়নের তেকানি গ্রাম। গ্রামের তিন দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা। তেকানি বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে গেছে করতোয়া নদী। নদী পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, নতুন শিক্ষকেরা একই এলাকার বাসিন্দা। আগের মতো বদলি হয়ে যাবেন না। এখন বিদ্যালয়টিতে অভিভাবকেরা শিক্ষার্থী দেবেন। তাঁরাও বিদ্যালয়টিতে সুন্দরভাবে পাঠদানের চেষ্টা করবেন।