বরিশালের গৌরনদীতে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। শুক্রবার সন্ধ্যায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলে
বরিশালের গৌরনদীতে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। শুক্রবার সন্ধ্যায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলে

ফ্যাসিবাদ কোনো ব্যক্তি নয়, মানসিক রোগের নাম: জহির উদ্দিন স্বপন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘দীর্ঘ লড়াই-সংগ্রাম এবং আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ আজ ফ্যাসিবাদমুক্ত। তবে আমাদের মনে রাখতে হবে, ফ্যাসিবাদ কোনো ব্যক্তির নাম নয়; এটি একটি মানসিক রোগের নাম। সেই রোগে আক্রান্ত পতিত সরকার পলাতক হলেও ফ্যাসিবাদী অসুস্থ মানসিকতা আমাদের মধ্যেও থেকে যেতে পারে। তাই আমাদের হৃদয় ও মনোজগৎ থেকে ফ্যাসিবাদকে বিদায় করতে হবে।’

শুক্রবার সন্ধ্যায় বরিশালের গৌরনদীতে একটি ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করে গৌরনদী প্রেসক্লাব।

একটি সুস্থ সমাজ ও রাষ্ট্র গঠনে গণতান্ত্রিক মূল্যবোধের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সভায় জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমাদের হুঁশিয়ার থাকতে হবে যে, ফ্যাসিবাদী মনোজগত নিয়ে দেশ, সমাজ, শাসন থেকে শুরু করে কোথাও গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা যাবে না। তাই সবার মধ্যে একটি গণতান্ত্রিক মূল্যবোধ না থাকলে, সবাই মিলে একসঙ্গে পথ চলা যায় না।’

ইফতার মাহফিলে বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

জহির উদ্দিন স্বপন আরও বলেন, কোনো ভিন্ন মত, ভিন্ন পথ মানেই শত্রুতা, আক্রোশ এটা নয়। এটা পোষণ করাটাও কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তাই ভিন্ন মত গ্রহণ করার মানসিকতা তৈরি করা জরুরি। গণতান্ত্রিক মূলবোধ ধারণ করলে অবশ্যই ভিন্ন মতকে সম্মান করতে হবে, গ্রহণ করার সক্ষমতা তৈরি করতে হবে।

ইফতার অনুষ্ঠানে গৌরনদীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন। গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।