এআইয়ে তৈরি
এআইয়ে তৈরি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারও পাহাড়ি ঢলে পর্যটক নিখোঁজ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঝরনায় একজন পর্যটক পাহাড়ি ঢলে ভেসে নিখোঁজ হয়েছেন। তাঁর নাম মেহেরাব হোসাইন (১৮)। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ভেসে যান।

স্থানীয় লোকজন বলেন, গতকাল উপজেলার ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি এলাকার ভালুকিয়া খালের মংজয়পাড়া ঝরনায় ১৮ জনের একদল কিশোর ও তরুণ ঘুরতে যান। তাঁরা কক্সবাজারের উখিয়া উপজেলার হলুদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজার থেকে বেড়াতে আসেন। মংজয়পাড়া ও বরইতলির বাসিন্দারা তাঁদের ঝরনায় না যেতে বলেছিলেন। কিন্তু তাঁরা বাধা মানেননি। ঝরনা থেকে ফেরার পথে প্রবল বৃষ্টি শুরু হলে ভালুকিয়া খালে পাহাড়ি ঢল নামে। খালের তীরের গাছ-বাঁশ ধরে ধরে ফিরে আসার সময় ঢলের তোড়ে মেহরাব হোসেন ভেসে যান। তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

মেহেরাবের বাড়ি মরিচ্যা বাজারে। তিনি মরিচ্যা ওয়াকিয়া হোটেলের মালিক মো. আবুল মঞ্জরের ছেলে বলে পুলিশ জানিয়েছে।  

ফাত্রাঝিরি এলাকার কিরণ তঞ্চঙ্গ্যা ও সজল বড়ুয়া বলেন, ভালুকিয়া খালের মংজয়পাড়া ঝরনাটি অত্যন্ত দুর্গম ও বিপজ্জনক। বিপজ্জনক হওয়ায় কিশোর–তরুণদের দলটিকে সেখানে যেতে মানা করা হয়েছিল।

ঝরনাটি উপজেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ফাত্রাঝিরি এলাকায়।

এর আগে ১১ জুন আলীকদমের দুর্গম এলাকার ক্রিস্টং ও রংরাং পাহাড় ভ্রমণে গিয়ে ফেরার পথে শামুকঝিরি ঝরনায় পাহাড়ি ঢলে তিনজন পর্যটক ভেসে যান। একজন নারীসহ দুজনের লাশ পাওয়া গেলেও হাসান চৌধুরী নামের একজন এখনো নিখোঁজ।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, মংজয়পাড়া ঝরনায় নিখোঁজ মেহেরাব হোসাইনের খোঁজ নেওয়া হচ্ছে। ভালুকিয়া খালের আশপাশের লোকজনকে খোঁজ পেলে জানানোর জন্য বলা হয়েছে।