কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরের ভেতর থেকে স্থানীয় এক বাসিন্দার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ছয়টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম আবদুর রহিম (৪২)। তিনি টেকনাফের নয়াপাড়া মোচনী গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনি ৯টি গুলিতে বিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে ছয়টি গুলির খোসা ও একটি গুলি উদ্ধার করা হয়েছে।
রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক কাওসার শিকদার বলেন, নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবিরের বি ব্লক–সংলগ্ন বিকাশ মোড় এলাকায় ওই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে ছিল। আশ্রয়শিবিরের লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আবদুর রহিমের স্ত্রী ছারা খাতুন জানান, গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে এক ব্যক্তি আবদুর রহিমের মুঠোফোনে কল দেন। ওই ব্যক্তির ডাকে আবদুর রহিম ঘর থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। সকালে রোহিঙ্গা আশ্রয়শিবিরের ভেতরে লাশটি পাওয়া যায়। আবদুর রহিমের চোখের পাশে গুলির চিহ্ন রয়েছে, কপালও থেঁতলানো।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা হবে। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।