রাস্তা পার হতে গিয়ে ইটবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিশুর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রলির ধাক্কায় পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ট্রলিচালক। আজ বুধবার বেলা ১১টার দিকে ঘোড়াঘাট পৌর শহরের পাঁচপীর এলাকায় ঘোড়াঘাট-গাইবান্ধা মহাসড়কে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুর নাম সিফাত ইসলাম (৫)। সে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের পাঁচপীর মহল্লার রানা মিয়ার ছেলে। আহত ট্রলিচালকের নাম খায়রুল ইসলাম (৩২)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘোড়াঘাটের করতোয়া সেতু এলাকা থেকে ইটবোঝাই একটি ট্রলি শহরের আজাদ মোড়ের দিকে যাচ্ছিল। পাঁচপীর এলাকায় শিশু সিফাত বাড়ির বাইরে খেলতে বের হয়ে ঘোড়াঘাট-গাইবান্ধা মহাসড়ক পার হচ্ছিল। এ সময় পূর্বদিক থেকে আসা ইটবোঝাই ট্রলিটি সিফাতকে ধাক্কা দেয়। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে সিফাতের মৃত্যু হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। আহত হয়েছেন ট্রলিচালক খায়রুল ইসলাম।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ফারহান তানজিরুল ইসলাম বলেন, বেলা ১১টার পর স্থানীয় লোকজন সিফাতকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।

ঘোড়াঘাট থানার পরিদর্শক আবদুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার করা হয়েছে ট্রলিটি। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের হস্তান্তর করা হয়েছে।