Thank you for trying Sticky AMP!!

আওয়ামী লীগের প্রার্থীর পর মেয়র আরিফুলের সঙ্গে সাক্ষাৎ জাপার প্রার্থীর

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম। গতকাল রোববার মধ্যরাতে

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে এবার সৌজন্য সাক্ষাৎ করেছেন এই সিটি নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়রপ্রার্থী নজরুল ইসলাম (বাবুল)। গতকাল রোববার মধ্যরাতে নগরের কুমারপাড়া এলাকায় মেয়রের বাসভবনে তিনি দেখা করতে যান।

এর আগে গতকাল দুপুর ১২টার দিকে মেয়রের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। তাঁদের সাক্ষাতের প্রায় ১২ ঘণ্টা পর সিলেট মহানগর জাপার আহ্বায়ক নজরুল ইসলাম মেয়রের বাসভবনে যান। এ সময় মেয়রপ্রার্থী নজরুলকে স্বাগত জানান মেয়র আরিফুল হক চৌধুরী ও তাঁর স্ত্রী শ্যামা হক চৌধুরী।

সাক্ষাতে আরিফুল হক চৌধুরী ও নজরুল ইসলাম শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁরা অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচন, সিলেট নগর, সাম্প্রতিক রাজনীতিসহ নানা বিষয়ে আলোচনা করেন। একপর্যায়ে নজরুল ইসলাম সিটি নির্বাচনে মেয়রের সহায়তা ও পরামর্শ প্রত্যাশা করেন।

Also Read: মেয়র আরিফুলের সঙ্গে সাক্ষাৎ করলেন আ.লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান

সৌজন্য সাক্ষাতের সময় নজরুল ইসলামের সঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ ও সিলেট মহানগর শাখার সদস্যসচিব আবদুস শহীদ লস্কর বশির উপস্থিত ছিলেন।

মেয়র আরিফুল হক চৌধুরী বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আছেন। গত দুটি সিটি নির্বাচনে তিনি বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে মেয়র নির্বাচিত হন। তবে আসন্ন সিটি নির্বাচনে তিনি দলের সিদ্ধান্ত মেনে সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সিটি নির্বাচনে অংশ নেননি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন ইভিএমে এ সিটির মেয়রসহ ৪২টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট অনুষ্ঠিত হবে। ২৩ মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এতে মেয়র পদে ১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৫ মে বাছাইয়ে তাঁদের মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।