আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে বিস্ফোরিত হওয়া ইঞ্জিনরুমের ওপরের অংশের মাস্টার কেবিনের বড় একটি অংশ সুগন্ধা নদী থেকে উত্তোলন করে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীক
আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে বিস্ফোরিত হওয়া ইঞ্জিনরুমের ওপরের অংশের মাস্টার কেবিনের বড় একটি অংশ সুগন্ধা নদী থেকে উত্তোলন করে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীক

সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডে নিখোঁজ সর্বশেষ ব্যক্তির লাশ উদ্ধার

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের জ্বালানি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশেষ নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি জাহাজের কর্মী পিরোজপুরের মঠবাড়িয়ার উদয়তারা বুড়িরচর গ্রামের মন্নান খানের ছেলে আকরাম হোসেনের (৪০) বলে শনাক্ত করেছেন স্বজনেরা।

আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে বিস্ফোরিত হওয়া ইঞ্জিনরুমের ওপরের অংশের মাস্টার কেবিনের বড় একটি অংশ সুগন্ধা নদী থেকে উত্তোলন করে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীক। সেই কেবিনের মধ্যে থেকেই লাশটি উদ্ধার করা হয়। নিহত আকরাম হোসেনের ভাই মাসুম বিল্লাহ লাশ শনাক্ত করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঝালকাঠির স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

এ নিয়ে সাগর নন্দিনী-২ নামের জ্বালানি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডে নিখোঁজ চারজনের লাশই উদ্ধার করা হলো। এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে জাহাজের সুপারভাইজার চাঁদপুরের মাসুদুর রহমান ওরফে বেল্লাল (৪৮) ও দুপুর সাড়ে ১২টার দিকে বরিশালের বাকেরগঞ্জের নলুয়া গ্রামের জাহাজের চালক রুহুল আমিনের (৫৫) লাশ উদ্ধার করা হয়। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে বিস্ফোরিত হওয়া ইঞ্জিনরুমের ওপরের একটি মাস্টার কেবিনের অংশের মধ্য থেকে জাহাজের গ্রিজার আবদুস সালাম ওরফে হৃদয়ের (২৬) লাশ উদ্ধার করা হয়।

তেলবাহী ওই জাহাজের অগ্নিদগ্ধ কর্মচারীরা হলেন পাবনার মোদাচ্ছেরের ছেলে শাকিল (৩৫), চাঁদপুরের মৃত আবুল হোসেনের ছেলে ফরিদুল আলম (৫৩), পিরোজপুরের সালাম ব্যাপারীর ছেলে ইকবাল হোসেন (২৭) ও বরিশাল বাকেরগঞ্জের শিবপুরের মনিরুল ইসলামের ছেলে মাইনুল ইসলাম (২৯)। দগ্ধ হওয়া চার কর্মচারীকে রাতেই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাজের মালিকানাধীন প্রতিষ্ঠান এসএইচআর নেভিগেশনের প্রতিনিধি হুমায়ুন কবির।

জাহাজে মোট নয়জন কর্মী ছিলেন। দুপুরে জোহরের নামাজ আদায়ের জন্য জাহাজ থেকে সুগন্ধা নদীর তীরের একটি মসজিদে যান মো. বেলায়েত হোসেন নামের এক বাবুর্চি। তখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, উদ্ধার হওয়া সব লাশের পরিচয় মিলেছে। ময়নাতদন্ত শেষে প্রত্যেকের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শুক্রবার বেলা দুইটার দিকে সুগন্ধা নদীর তীরের সরকারি তেলের ডিপোর কাছে সাগর নন্দিনী-২ নামের জ্বালানি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক সপ্তাহ আগে তেলবাহী জাহাজটি চট্টগ্রাম থেকে এসে ঝালকাঠির সুগন্ধা নদীর তেলের ডিপো-সংলগ্ন এলাকায় নোঙর করে। জাহাজটিতে প্রায় ১১ লাখ লিটার জ্বালানি তেল (পেট্রল ও ডিজেল) ছিল। এটি রাষ্ট্রীয় মালিকানাধীন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোয় খালাস করার অপেক্ষায় ছিল। ঈদুল আজহার ছুটিতে ডিপো বন্ধ থাকায় তেল খালাস করা সম্ভব হয়নি।

২০২১ সালের ১২ নভেম্বর একই স্থানে একই কোম্পানির সাগর নন্দিনী-৩ নামের আরেকটি তেলবাহী জাহাজে আগুনে দগ্ধ হয়ে সাতজনের মৃত্যু হয়েছিল।