সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একক বক্তৃতা দেন ভ্রমণ লেখক মঈনুস সুলতান। আজ বুধবার দুপুরে
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একক বক্তৃতা দেন ভ্রমণ লেখক মঈনুস সুলতান। আজ বুধবার দুপুরে

দেশ-বিদেশে ভ্রমণের গল্প শোনালেন মঈনুস সুলতান

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ভ্রমণ লেখক মঈনুস সুলতান বলেছেন, ‘ভ্রমণসাহিত্য আমাদের কেবল ভিন্ন ভিন্ন স্থান সম্পর্কেই ধারণা দেয় না, বরং একটি গভীর উপলব্ধি প্রদান করে, যা মানবিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

আজ বুধবার বেলা ১১টার দিকে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তনে মঈনুস সুলতানকে নিয়ে ‘বিয়ন্ড দ্য ক্লাসরুম: এক্সপার্ট ইনসাইটস’ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মঈনুস সুলতান ভ্রমণসাহিত্যের গুরুত্বের পাশাপাশি তাঁর দেশ-বিদেশের ভ্রমণ অভিজ্ঞতার বর্ণনা দেন। প্রায় দেড় ঘণ্টা মিলনায়তন ভর্তি শতাধিক শিক্ষক-শিক্ষার্থী তন্ময় হয়ে শোনেন তাঁর একক বক্তৃতা।

মঈনুস সুলতানের একক বক্তৃতার বিষয় ছিল, ‘ফ্রম পেইজেস টু পাথস: লিটারেচারস গাইড টু ট্রাভেলিং উইথ কমপেশনস’। বক্তব্যের পর তিনি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি পারস্পরিক ভাববিনিময় করেন।

মঈনুস সুলতানের একক বক্তৃতার বিষয় ছিল, ‘ফ্রম পেইজেস টু পাথস: লিটারেচারস গাইড টু ট্রাভেলিং উইথ কমপেশনস’। আজ বুধবার দুপুরে

ইংরেজি বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন বিভাগের প্রধান প্রণব কান্তি দেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক স্বাতী রানী দেবনাথ। সমাপনী বক্তব্য দেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য মো. আশরাফুল আলম।