Thank you for trying Sticky AMP!!

‘যাঁরা মেন্টর হতে পারেন, তাঁরা প্রিয় শিক্ষক হন’ 

গতকাল বিকেলে ময়মনসিংহের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রিয় শিক্ষক সম্মাননা উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে অংশগ্রহণকারীরা। গতকাল বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে

‘প্রত্যেকের শিক্ষাজীবনে অনেক প্রিয় শিক্ষক থাকেন। কিন্তু শিক্ষাজীবন শেষে আমরা তাঁদের খোঁজ নিতে পারি না। এমন শিক্ষকদের খুঁজে বের করা এবং সম্মান জানানোর উদ্যোগ নেওয়ায় আইপিডিসি ও প্রথম আলোকে ধন্যবাদ জানাই।’

আইপিডিসি–প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামাল। গতকাল মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রিয় শিক্ষক সম্মাননা উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে অংশগ্রহণকারীরা। গতকাল বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে

সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন সরকারি আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু তাহের, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সফিকুল হায়দার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জান্নাতুল ফেরদৌস, আনন্দ মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক স্বপন কুমার দাস, ময়মনসিংহ কর্মাস কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, প্রিমিয়ার আইডিয়ালি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁন মিয়া, কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলের প্রধান শিক্ষক ছৈয়দ রায়হান উদ্দিন, গভর্মেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের জ্যেষ্ঠ শিক্ষক ও ২০২১ সালের আইপিডিসি–প্রথম আলোর প্রিয় শিক্ষক সম্মাননাপ্রাপ্ত শিক্ষক তাপস মজুমদার, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, স্বেচ্ছাসেবক আলী ইউসুফ প্রমুখ।

প্রিয় শিক্ষক সম্মাননা উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে অংশগ্রহণকারীরা। গতকাল বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে

আমান উল্লাহ বলেন, ‘যাঁরা আমাদের মনে দাগ কাটে, তাঁরাই আমাদের প্রিয় শিক্ষক।’ আবু তাহের বলেন, ‘শিক্ষকেরা এখন সম্মানের দিক থেকে সমাজে ভালো অবস্থানে নেই। এমন সময় শিক্ষকদের সম্মান জানানো সত্যিই খুব প্রয়োজন।’

অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে ফাঁকে ‘আখতার স্যার’, ‘আলীনুর স্যার’, ‘মজুমদার স্যার’-তিনটি ভিডিও চিত্র দেখানো হয়।

অনুষ্ঠানে আইপিডিসির ময়মনসিংহ শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে প্রিয় শিক্ষক সম্মাননার মতো অনুষ্ঠানের আয়োজন করতে পেরে তাঁরা গর্বিত। এ আয়োজনের মাধ্যমে সমাজ গড়ার কারিগর শিক্ষকদের সম্মান জানাতে পারছেন।

ময়মনসিংহ বন্ধুসভার বন্ধু আবুল বাশার ও নাহিদ মণ্ডলের সঞ্চালনায় এ অনুষ্ঠান আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা। 

আয়োজকেরা জানান, আইপিডিসি–প্রথম আলো ২০১৯ সাল থেকে এ সম্মাননা দিয়ে আসছে। মনোনীত শিক্ষকদের মধ্য থেকে বাছাই করে প্রিয় শিক্ষকদের নির্বাচিত করা হয়। প্রিয় শিক্ষক মনোনয়নকারীদের বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। ওয়েবসাইটের মাধ্যমে (http://www.priyoshikkhok.com/) মনোনয়ন কার্যক্রম চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।