চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আটটি সোনার বারসহ মোমিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার রাতে উপজেলার পিচমোড়ে গয়েশপুর সীমান্ত চৌকির (বিওপি) টহল দল এ অভিযান চালায়।
বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জব্দ সোনার ওজন ১ কেজি ১৬৬ দশমিক ২০ গ্রাম। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ১ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার ১০৮ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন গয়েশপুর সীমান্ত চৌকির (বিওপি) হাবিলদার শিশিরের নেতৃত্বে একটি টহল দল গতকাল রাত আটটার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ইসলামপুর পিচমোড়ে অভিযান চালায়। এ সময় একই ইউনিয়নের গয়েশপুর গ্রামের তেতুল মণ্ডলের ছেলে মো. মোমিনকে আটক করে তাঁর কাছ থেকে আটটি সোনার বার, বারের একটি টুকরা ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় গতকাল রাতেই মামলা করে মোমিনকে জীবননগর থানায় সোপর্দ করা হয়। সোনার বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস প্রথম আলোকে বলেন, সোনার পাচার মামলাসহ মো. মোমিন নামের একজনকে রোববার দিবাগত মধ্যরাতে থানায় হস্তান্তর করেছে বিজিবি। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।