সিলেটের সাদাপাথর লুটপাটে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তাঁরা এই অভিযোগকে 'বিভ্রান্তিকর ও মানহানিকর' দাবি করে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন। দুদক পাথর লুটে ৪২ জন রাজনীতিবিদের একটি তালিকা প্রকাশ করে, যেখানে এই চার নেতার নাম রয়েছে। জামায়াত নেতারা দাবি করেন, পাথর লুটের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এনসিপিও তাদের নেতাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।