নড়াইলের কালিয়া উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার খাশিয়াল ইউনিয়নের উত্তর খাশিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো শাকিব শেখ (৫) ও মানিক ইসলাম (৪)। তাঁরা মামাতো-ফুফাতো ভাই। শাকিব উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে। মানিক তাঁর ভাগনে। মানিকের বাবার নাম আরিফুল ইসলাম। তাঁদের বাড়ি বরিশালে হলেও মানিক দীর্ঘদিন ধরে তাঁর মায়ের সঙ্গে মামাবাড়ি উত্তর খাশিয়াল গ্রামে থাকত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো গতকাল বিকেলে বাড়ির আঙিনায় একসঙ্গে খেলছিল শাকিব ও মানিক। এ সময় পরিবারের লোকজন কাজে ব্যস্ত ছিলেন। খেলতে খেলতে এক পর্যায়ে দুই শিশু বাড়ির পাশে থাকা একটি ছোট পুকুরে পড়ে যায়। সন্ধ্যায় বাড়ির লোকজন তাঁদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখা যায়। পরে পুকুর থেকে অন্য শিশুর মরদেহও উদ্ধার করেন পরিবারের সদস্যরা।
দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি আমার গ্রামেই ঘটেছে। দুই শিশু খেলা করছিল। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তাদের দুজনের দাফনের প্রস্তুতি চলছে।’