লাশ
লাশ

নোয়াখালীতে খালে মিলল যুবকের লাশ

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আজ সোমবার সকাল ১০টার দিকে চাটখিল থানার পুলিশ লাশটি ‍উদ্ধার করে।

বদলকোট ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ভোরে ফজরের নামাজ পড়ে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় খালের পানিতে লাশটিতে দেখতে পান। পরে স্থানীয় বাসিন্দারা চাটখিল থানার পুলিশকে অবহিত করেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন নজরে পড়েনি। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী আরও বলেন, উদ্ধার করা লাশটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া না গেলে নিয়ম অনুযায়ী ওই ব্যক্তিকে দাফনের ব্যবস্থা গ্রহণ করা হবে।