
শেরপুরের নকলা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিডি) ৯৬ বস্তা সরকারি চাল অবৈধভাবে মজুত রাখার অভিযোগে চর অষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াকে আটক করেছে যৌথ বাহিনী।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চর অষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা বাজারে অভিযান চালিয়ে পৃথক দুটি স্থানে এসব চাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। অভিযানে সেনাবাহিনী ও থানা-পুলিশের দুটি দল সহায়তা করে।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহজাহান মিয়া দীর্ঘদিন ধরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ও টিসিবির পণ্য সংগ্রহ করে নারায়ণখোলা বাজারের নূর ইসলামের মার্কেটের একটি কক্ষে মজুত রাখতেন। সেসব পণ্য অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বাজারজাত করার প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রথম দফায় নারায়ণখোলা বাজারের শাহজাহান বেকারির পাশে নূর ইসলামের মার্কেট থেকে ৪১ বস্তা চালসহ শাহজাহান মিয়াকে আটক করা হয়। পরে নারায়ণখোলা হাজী মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দুটি কক্ষ থেকে আরও ৫৫ বস্তা চাল জব্দ করা হয়। তবে ওই স্থানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, আটক ব্যক্তি ও জব্দ চাল থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র বলেন, জব্দ চাল ও অভিযুক্ত ব্যক্তি থানায় রয়েছেন। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।