বিক্ষোভ সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার ঢাকার ধামরাইয়ের শরীফবাগ এলাকায়
বিক্ষোভ সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার ঢাকার ধামরাইয়ের শরীফবাগ এলাকায়

ধর্মের নামে আরেকটা ফ্যাসিস্ট কড়া নাড়বে দরজায়, এটা হতে পারে না: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা চেতনাবাহী এক ফ্যাসিস্টকে দমন করতে গিয়ে আবার ধর্মের নামে আরেকটা ফ্যাসিস্ট কড়া নাড়বে দরজায়, এইটা তো হতে পারে না। এইটা তো জনগণ মেনে নেবে না। জনগণ এ দেশের ইতিহাসের সাক্ষী।’

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার ধামরাইয়ের শরীফবাগ এলাকায় ধামরাই উপজেলা ও ধামরাই পৌর বিএনপির আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে অশালীন প্রচারণার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘যারা মব কালচারের মধ্যে থাকে; ডাকাতি, রাহাজানি, চুরি, চাঁদাবাজির সঙ্গে যাদের সম্পর্ক; তারা কেউ বিএনপির সদস্য হতে পারবে না‌‌। এই বিষয়টি আপনারা (স্থানীয় বিএনপির নেতারা) স্বচ্ছভাবে দেখবেন। সমাজে যাঁরা শান্তিপ্রিয়, ভদ্র মানুষ, সজ্জন মানুষ, তাঁরাই হবেন বিএনপির সদস্য।’

বিএনপির এই নেতা আরও বলেন, সমাজের শতকরা ৯৯ ভাগ মানুষ ভালো। চাঁদাবাজ, দখলদার, ডাকাত, চোর সংখ্যায় খুবই অল্প। কিন্তু তারাই গোটা সমাজ নষ্ট করে রাখে তাদের আধিপত্যের কারণে। তাই ভালো মানুষদের বিএনপির সদস্য করতে হবে।

ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।