
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল কালাম (৫৮) মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দলটির আয়োজিত শোভাযাত্রা চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, আজ জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী শোভাযাত্রা বের করে। এতে অংশ নেওয়ার সময় আবুল কালাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
আবুল কালাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারিখিল এলাকার বাসিন্দা। তিনি পদুয়া আইনুল উলুম কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক ছিলেন।
আবুল কালামের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির কাজী নুরুল আলম। তিনি বলেন, হিটস্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। সেখানেই দাফনের প্রস্তুতি চলছে।