যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কারণ দর্শানোর নোটিশ
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কারণ দর্শানোর নোটিশ

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: তজুমদ্দিনে যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

লার তজুমদ্দিনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর যুবদল নেতা হাসান সাফাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ওই নোটিশ দেয়।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তি বলা হয়, ‘আপনি (হাসান সাফা) উপজেলা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকেও সংগঠনের নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে দৃষ্টিগোচর হয়েছে। সংগঠনবিরোধী এমন কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন দিনের মধ্যে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হলো।’

এর আগে গত সোমবার বিকেলে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের মিছিলে তজুমদ্দিন উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পক্ষ দাবি করে, হাসান সাফার নেতৃত্বে এ হামলায় তাঁদের পক্ষের সাতজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল সংবাদ সম্মেলন করে ওই পক্ষ।

নিজেকে উপজেলা যুবদলের আহ্বায়ক দাবি করে হাসান সাফা বলেন, ‘আমি কোনো শৃঙ্খলা ভঙ্গ করিনি। দীর্ঘদিন তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলাম, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, অনেক দিন যাবৎ যুবদলের দায়িত্ব পালন করে আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছি। দল ও মানুষের জন্য সব সময় নিবেদিতপ্রাণ। কিন্তু একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। এই পক্ষটি বিগত সময়ে আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে। তজুমদ্দিনে এখন কোনো কিছু ঘটলেই আমার বিরুদ্ধে বলা হচ্ছে।’

এদিকে তজুমদ্দিন উপজেলা যুবদলের কমিটিতে হাসান সাফার কোনো পদ নেই বলে দাবি করেছেন একই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান। তিনি বলেন, ‘যুবদলের আহ্বায়ক দাবি করে চাঁদাবাজি–সন্ত্রাস করে আসছেন হাসান সাফা। আমরা কেন্দ্রের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। সেই অভিযোগের সত্যতা পেয়েই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। পদে থাকলে তাঁকে বহিষ্কার করা হতো।’