ফিরে দেখা ২০২২ : রংপুর

রাজনৈতিক উত্তাপ ও নারী ফুটবলে অর্জনের বছর 

মসিউর রহমান রাঙ্গাকে নিয়ে জাতীয় পার্টিতে ছিল চরম উত্তেজনা। আওয়ামী লীগের মেয়র প্রার্থীর জামানত হারানোর বিষয়টি ছিল অস্বস্তি।

নানা সমস্যার মধ্যে ২০২২ সাল কেটে গেলেও সুখবরও ছিল। নারী ফুটবলারদের গ্রামে একটি মিনি স্টেডিয়াম নির্মিত হয়েছে। সেখানে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দলের খেলোয়াড় সিরাত জাহানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বছরের শেষ দিকে এসে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছিল। জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমানকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনাও ছিল তুঙ্গে। সেই সঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক দিনে হঠাৎ ১৩টি কিডনি ডায়ালাইসিস যন্ত্র বিকল হয়ে পড়ে রোগীদের দুর্ভোগের খবরও ছিল বহুল আলোচিত।

নারী ফুটবলারদের সাফল্যে গ্রামে স্টেডিয়াম

নারী ফুটবলারদের সাফল্যগাথায় রংপুরের অজপাড়াগাঁ পালিচড়ায় এ বছর সেপ্টেম্বর মাসে নির্মাণ শেষ হয়েছে মিনি স্টেডিয়াম। গ্রামটি ইতিমধ্যে দেশে ব্যাপক পরিচিতি পেয়েছে। এই গ্রামের নারীরা দেশের বাইরেও ফুটবল খেলছেন। খেলছেন ঢাকার বিভিন্ন ক্লাবেও। বিদেশের মাটিতে খেলে শিরোপা জয় করেছেন। দেশের মুখ উজ্জ্বল করেছেন। পালিচড়া পরিচিতি পেয়েছে ‘নারী ফুটবলের গ্রাম’ হিসেবে।

পালিচড়া গ্রাম থেকে উঠে আসা অনেকেই বিদেশে খেলেছেন, এখনো খেলছেন। তাঁরা হলেন সিরাত জাহান স্বপ্না, ইসরাত জাহান, মৌসুমী আক্তার, রুনা আক্তার, রুমি আক্তার, জয়নব বিবি, সুলতানা আক্তার, নুশরাত জাহান, লাবনী আক্তার, রেখা আক্তার। তাঁদের মধ্যে সিরাত এবার নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী দলে খেলেছেন। ২০-২১ জন নিয়মিত ঢাকায় বিভিন্ন ক্লাবের হয়ে নারী ফুটবল লীগে খেলছেন। ২০১৬ সালে দেশের বাইরে তাজিকিস্তানে এএফসি-অনূর্ধ্ব-১৪ ফুটবল প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে ভারতকে ৯-০ গোলে হারিয়ে শিরোপা জয়ী হয় বাংলাদেশ। এই বিজয়ী দলে এ গ্রামেরই তিনজন খেলেছেন। এবার সাফ শিরোপাজয়ী খেলোয়াড় সিরাত জাহান স্বপ্নার আগমন উপলক্ষে গ্রামে পালিচড়া নবনির্মিত স্টেডিয়ামে তাঁকেসহ তিন কৃতী নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়।

আওয়ামী লীগ প্রার্থীর জামানত হারানো

বছরের শেষে ২৭ ডিসেম্বর রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা (ডালিয়া) জামানত হারিয়েছেন। জামানত রক্ষায় মোট বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগ থেকে একটি বেশি ভোট পেতে হতো। রিটার্নিং কর্মকর্তার সই করা ভোটার তালিকা থেকে জানা গেছে, মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ৯৩৬। অর্থাৎ জামানত রক্ষায় ৩৪ হাজার ৩৯৩ ভোট পেতে হতো। কিন্তু সেখানে হোসনে আরা লুৎফা পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান ভোট পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭৯৮। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামানের জামানত টিকেছে। তিনি ভোট পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট।

আলোচনায় জাতীয় পার্টি

১৫ সেপ্টেম্বর জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় আলোচনায় আসে দলটি। তাঁর অব্যাহতির পর রংপুরে জাতীয় পার্টির দুটি পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। মসিউরের পক্ষে বিক্ষোভ করে জি এম কাদেরের কুশপুত্তলিকাও পোড়ানো হয়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। দলীয় কার্যালয় জি এম কাদেরের অনুসারীদের নিয়ন্ত্রণে ছিল। এরপর দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান রংপুর পৌরসভার সাবেক মেয়র আবদুর রউফ মানিককে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিএনপির বিভাগীয় গণসমাবেশ

২৯ অক্টোবর বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশ নিয়ে ব্যাপক উত্তেজনা ছিল। প্রথমে জিলা স্কুল মাঠে সমাবেশ হওয়ার কথা থাকলেও সেখানে সমাবেশ করার অনুমতি মেলেনি। পরে কালেক্টরেট ঈদগাহ মাঠে সমাবেশের অনুমতি মেলে। সেখানেই মঞ্চ নির্মাণ করা হয়। সমাবেশে দলের কেন্দ্রীয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশের দুই দিন আগে থেকে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়। পরিবহন বন্ধের আগের রাতে বিভাগের আট জেলা থেকে ট্রাক-বাসে হাজার হাজার নেতা-কর্মী রংপুরে চলে এসে গুদামে আশ্রয় নেন। তাঁদের জন্য দিনরাত রান্না হয় খিচুড়ি।

রংপুর মেডিকেল কিডনি ইউনিট বিকল

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেফ্রোলজি বিভাগে কিডনি ডায়ালাইসিস চলা অবস্থায় ১৩টি যন্ত্র নষ্ট হয়ে পড়ে। ফলে নিয়মিত কিডনি ডায়ালাইসিস রোগীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। রংপুর বিভাগের আট জেলার মধ্যে সরকারিভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই কিডনি ডায়ালাইসিস চিকিৎসা করানো হয়। এটি গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়। একদিন পর ঢাকা থেকে টেকনিশিয়ান ছুটে এসে যন্ত্র মেরামত করার পর পুনরায় চিকিৎসা শুরু করা হয়।