
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আগামী বছরের শেষের দিকে অথবা ২৬ সালের প্রথম দিকে নির্বাচন হবে। ১৬-১৭ বছর পরে জনগণ তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। দিনের আলোতেই ভোট হবে, রাতে কোনো ভোট হবে না। আপনাদের ভোটে যাঁরাই নির্বাচিত হবেন, আমরা তাঁদের হাতে ক্ষমতা হস্তান্তর করব।’
আজ শনিবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা আবু হুরাইরা মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথাগুলো বলেন তিনি। মাদার্শা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার জন্য যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের পথকে মসৃণ করা, সুগম করা। আমাদের ঐক্যের প্রয়োজন। আমরা যদি একে অপরের হাত ধরে সামনে এগোতে পারি, তাহলে সুখী, সমৃদ্ধিশালী ও বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিতে পারব।’
উপদেষ্টা আরও বলেন, ‘জুলাই বিপ্লব অসাধারণ ঘটনা। এক হাজারের অধিক প্রাণ দিয়েছেন। হাজার হাজার ছাত্র-জনতা রক্ত দিয়েছেন। তাঁদের রক্ত বৃথা যাবে না। তবে আমাদের সতর্ক থাকতে হবে। স্বার্থবাদী চক্র এ দেশকে অস্থিতিশীল, এ দেশকে আবার শেষ করে দিতে চায়।’
চিরকাল ক্ষমতায় থাকার মানসিকতা এ দেশকে পিছিয়ে দিয়েছে উল্লেখ করে আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘ভোট কারচুপি করে ক্ষমতায় থাকার মানসিকতা আমাদের এগোতে দেয়নি। এই কালচার আমরা পরিবর্তন করতে চাই। এ জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।’
মাদার্শা যুব উন্নয়ন পরিষদের সভাপতি জাফর আহমদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর জামায়াতের আমির শাহাজাহান চৌধুরী। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির নুরুল হক প্রমুখ।