
দিনাজপুরের কাহারোলে যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই মাসের এক শিশু ও তার নানি নিহত হয়েছেন। এ ছাড়া শিশুটির মা, খালা ও ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার পূর্ব সাদিপুর এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী হলেন দিনাজপুর সদর উপজেলার হীরাহাট এলাকার শরিফুল ইসলামের স্ত্রী নার্গিস বেগম। নিহত শিশুর নাম হুমায়রা (২ মাস)। আহত নার্গিস বেগমের দুই মেয়ে হলেন রিপা আক্তার (২৮, হুমায়রার মা) ও লিসা আক্তার (১৭)। রিপা আক্তার সদরের রামডুবি গ্রামের শুভ ইসলামের স্ত্রী। আহত ইজিবাইকচালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নার্গিস বেগম, তাঁর দুই মেয়ে ও নাতনি একটি ইজিবাইকে দিনাজপুর শহর থেকে দশমাইলের দিকে যাচ্ছিলেন। অপর দিকে দশমাইল থেকে যাত্রীবাহী বাসটি দিনাজপুর বাস টার্মিনালের দিকে আসছিল। পথে পূর্ব সাদিপুর এলাকায় এ দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক শিশু হুমায়রা ও যাত্রী নার্গিস বেগমকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চার যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক ঘটনাটি নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।