Thank you for trying Sticky AMP!!

নিহত স্বামী-স্ত্রীকে দেখতে প্রতিবেশীদের ভিড়। আজ বৃহস্পতিবার সকালে নাটোরের লালপুর উপজেলার দক্ষিণ লালপুর গ্রামে

মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে নছিমন উল্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

নাটোরের লালপুরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত তিন চাকার যান নছিমন উল্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাতটায় উপজেলার দক্ষিণ লালপুর গ্রামে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন দক্ষিণ লালপুর গ্রামের খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তাঁর স্ত্রী আরবী বেগম (৪৮)।

লালপুর থানা সূত্রে জানা যায়, নওগাঁয় এক মৃত আত্মীয়কে দেখার জন্য আজ সকাল সাতটার দিকে চান্দু মোল্লা ও তাঁর স্ত্রী আরবী বেগম নিজ বাড়ির সামনের পাকা সড়কে এসে ব্যাটারিচালিত একটি নছিমনে ওঠেন। ওঠার পরপরই ঘন কুয়াশায় নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে তাঁরা নছিমনের নিচে চাপা পড়েন। চান্দু মোল্লা ঘটনাস্থলেই মারা যান। আরবী বেগমকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আপত্তি না থাকায় পুলিশ নিহত ব্যক্তিদের মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা মো. সুরুজ্জামান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই আরবী বেগমের মৃত্যু হয়েছে। অন্যজনকে হাসপাতালে নিয়ে আসা হয়নি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ বলেন, ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে নছিমনটি সড়কের পাশে উল্টে যায়। এতে ওই যানের দুই যাত্রী চাপা পড়ে মারা যান। তাঁরা বাড়ি থেকে নওগাঁর উদ্দেশে বের হয়ে আজিমনগর রেলস্টেশনে যাচ্ছিলেন। সেখানে তাঁদের এক আত্মীয় মারা গেছেন।