Thank you for trying Sticky AMP!!

পঞ্চগড়ে উৎসবমুখর পরিবেশে চলছে জিপিএ-৫ উৎসব

আজ বুধবার সকালে পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বরে শুরু হয়েছে  এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শরতের আলোঝলমলে সকালে শিক্ষার্থীদের পদচারণে মুখর পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বর। সংবর্ধনার নিবন্ধনের আমন্ত্রণ কার্ড হাতে নিয়ে সারিতে দাঁড়িয়ে তারা সংগ্রহ করছিল ক্রেস্ট আর স্ন্যাকস। সবার মুখে খুশির ঝিলিক। অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় একজন জড়িয়ে ধরছিল অন্যজনকে। পঞ্চগড়ে এভাবে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা।

আজ বুধবার সকাল ৯টার দিকে জেলা শহরের পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বরে এই উৎসবের শুরু হয়। অডিটরিয়ামের ভেতরে পঞ্চগড় বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। এতে অংশ নিতে পঞ্চগড়ের বিভিন্ন উপজেলার জিপিএ-৫ পাওয়া ৩৯৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে।

সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসবটি পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বরে জিপিএ-৫ উৎসবের ক্রেস্ট হাতে শিক্ষার্থীরা

পঞ্চগড়ের আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে মাশিয়াত জামান ওরফে মাইশা। বন্ধুদের সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানে এসেছে সে। মাশিয়াত জামান বলে, ‘আমি অনলাইনে নিবন্ধন করেছিলাম। এ রকম সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুবই ভালো লাগছে। অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হলো। আমি খুবই আনন্দিত।’

জেলার বোদা উপজেলার সাকোয়া উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সাব্বির হোসেন। সংবর্ধনা নিতে এসে সাব্বির বলে, ‘এত বড় আয়োজন দেখে অনেক ভালো লাগছে। শত শত শিক্ষার্থীর মধ্য এভাবে সংবর্ধনা পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে।’ আয়োজনের জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানায় সে।

দিনব্যাপী সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, অনলাইনে সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস। উৎসবের দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে উৎসব প্রাঙ্গণে উপস্থিত হবেন পঞ্চগড়ের গুণী শিক্ষক ও প্রথম আলোর জ্যেষ্ঠ কর্মীরা।