Thank you for trying Sticky AMP!!

পদ্মায় ধরা পড়ল ২৫ কেজির বাগাড়, ৩০ হাজার টাকায় বিক্রি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে জেলে আইয়ুব আলীর জালে ধরা ২৫ কেজি ওজনের বাগাড় মাছ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে ২৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার চালা ইউনিয়নের সাটি নাওদা গ্রামের জেলে আইয়ুব আলীর জালে মাছটি ধরা পড়ে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার ঝিটকা বাজারে মাছটি ৩০ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্য জেলেদের মতো গতকাল রাতে পদ্মা নদীতে নিজের সঙ্গীদের নিয়ে মাছ ধরতে যান আইয়ুব আলী। হরিরামপুরের বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক এলাকার অদূরে পদ্মা নদীতে জাল ফেলে ভাটির দিকে প্রায় পাঁচ কিলোমিটার যাওয়ার পর জাল তোলা শুরু করেন তাঁরা। এ সময় জালে টান লাগলে তাঁরা বুঝতে পারেন, বড় কোনো মাছ আটকা পড়েছে। পরে তোলার পর ২৫ কেজি ওজনের বাগাড়টি দেখতে পান। আজ সকাল ৯টার দিকে অন্যান্য মাছের সঙ্গে বাগাড়টি উপজেলার ঝিটকা বাজারে আনেন আইয়ুব আলী।

জেলে আইয়ুব আলী বলেন, সোমবার দিবাগত রাত দুইটার দিকে পদ্মা নদীতে তাঁর জালে বাগাড়টি ধরা পড়ে। আজ সকালে হরিরামপুরের ঝিটকা বাজারে নিয়ে গেলে উৎসুক ক্রেতারা কিনতে ভিড় করেন। পরে মাছটি কেটে বিক্রি করেন তিনি। প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে ৩০ হাজার টাকায় মাছটি বিক্রি হয়।

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরমান আলী বলেন, পদ্মা নদীতে জেলেদের জালে ২৫ কেজির বাগাড় ধরা পড়েছে। পরে বাজারে মাছটি ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে তিনি জেনেছেন। হরিরামপুরে পদ্মা নদী মাছের প্রজননের একটা জায়গা। এখানে পদ্মা নদীতে বোয়াল, কাতল, চিতল, আইড়, বাগাড়সহ বিভিন্ন বড় মাছ ধরা পড়ছে।