Thank you for trying Sticky AMP!!

বরিশাল নগরের নতুন বাজার আদি শ্মশান এলাকায় এলাকায় ভোর সাড়ে ৫টার দিকে লাগা আগুনে পুড়ে যায় ৮টি বসতঘর। সেখানে জিনিসপত্র খুঁজছেন ভুক্তভোগীরা

বরিশাল নগরে অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই

বরিশাল নগরে অগ্নিকাণ্ডে আটটি বসতঘর পুড়ে গেছে। নগরের নতুন বাজার আদি শ্মশান এলাকায় আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন বলেন, খুব সকালে যখন আগুন লাগে, তখন প্রায় সবাই ঘুমিয়ে ছিলেন। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে নতুন বাজার আদি শ্মশান এলাকার নিরোদ বাড়ৈয়ের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঘরগুলোয়। এতে নিরোদ বাড়ৈ, সেলিম মিয়া, তপন চন্দ্র, সুনীল চন্দ্র, তরুণ ঘোষ, পেয়ারা বেগম, কালু মিয়া ও জামাল হোসেনের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

পুড়ে যাওয়া বসতভিটায় আর কিছু ব্যবহারযোগ্য আছে কি না, তা খুঁজে দেখছেন এক নারী

ভুক্তভোগীরা জানান, খুব ভোরে অগ্নিকাণ্ডের ঘটনার সময় অনেকেই ঘুমিয়ে ছিলেন। তাই কোনো পরিবারের লোকজনই পুড়ে যাওয়া ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি। আগুনে আটটি ঘরের সবকিছুই পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজে হাত দেওয়ায় পার্শ্ববর্তী আরও ৩০ থেকে ৪০টি ঘর রক্ষা পায়। আগুনে আশপাশের আরও কয়েকটি ঘরের আংশিক ক্ষতি হয়েছে।