Thank you for trying Sticky AMP!!

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

লৌহজংয়ে ট্রেনে কাটা পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বজলু মিয়া (৫৫) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে মাওয়া সেনানিবাস চেকপোস্ট–সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বজলু মিয়ার বাড়ি কুষ্টিয়া জেলায়। তিনি মাওয়া সেনানিবাসের পেছনে সামাদ মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি মাওয়া সেনানিবাস চেকপোস্ট এলাকায় আসে। সে সময় বজলু মিয়া অসাবধানতাবশত ট্রেন লাইনে উঠে পড়েন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে মাওয়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার হাসান উর রহমান বলেন, ট্রেন আসার সময় অসাবধানতাবশত ওই ব্যক্তি লাইনে উঠে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির মরদেহ মাওয়া রেলওয়ে স্টেশনে রেল পুলিশের হেফাজতে রয়েছে।