
এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। তাই দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন (টুকু)। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তারা ফ্যাসিবাদীদের দোসর।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে বিএনপির ৩১ দফা প্রশিক্ষণবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন সুলতান সালাউদ্দিন। দিনব্যাপী এ কর্মশালা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। এতে জেলা বিএনপির ১১টি অঙ্গসহযোগী সংগঠনের ১১টি ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন।
একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক বলেন, নতুন যে দল গঠন করা হয়েছে, সেটি ইতিমধ্যে লুটপাটের দল হিসেবে পরিচিত পেয়েছে। জনগণের আস্থা অর্জন সহজ কাজ নয়। আর অন্তর্বর্তী সরকার যাতে বেশি দিন থাকতে পারে, সে চেষ্টাও করছে দলটি।
বিএনপির ওই কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান। ৩১ দফার ওপর প্রশিক্ষণ প্রদান করেন দলটির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর। ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা—সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার’ বিষয়ে আলোচনায় অংশ নেন বিএনপির আন্তর্জাতিক–বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য মোর্শেদ হাসান খান, সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী।