যুব সম্মেলনে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে
যুব সম্মেলনে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে

সংস্কার ছাড়া নির্বাচন হবে ডাকাতির নির্বাচন: সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম

সংস্কারের পর নির্বাচন দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন দেশ পেয়েছি। এ জন্য সংস্কারের পর এ দেশে নির্বাচন দেওয়া হোক। সংস্কার ছাড়া এ দেশে নির্বাচন হবে ডাকাতির নির্বাচন।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা যুব সম্মেলনে তিনি এ কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘আমাদের দেশে বারবার পরিবর্তন হয়েছে। বহু দলের শাসন আমরা দেখেছি। বহু নেতা নেতৃত্ব দিয়েছেন। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।’ তিনি বলেন, ‘এ দেশের সর্বস্তরের মানুষের আন্দোলনের ভিত্তিতে, কিছু মানুষের জীবনের ভিত্তিতে, ত্যাগের ভিত্তিতে আমরা জালিমের বিরুদ্ধে আন্দোলন করে সাকসেস হয়েছিলাম। ভেবেছিলাম, বাংলাদেশে আর জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, বৈষম্য থাকবে না। মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। যেখানে চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি থাকবে না। যেখানে চাকরির পদোন্নতির জন্য লবিং, গ্রুপিং দরকার হবে না। যেখানে ছাত্ররা ভর্তি হবে যোগ্যতার ভিত্তিতে। যেখানে ব্যবসায়ীরা কোনো হয়রানির শিকার হবে না। যে দেশে একজন মা–বোনও ইভটিজিংয়ের শিকার হবে না। যে দেশে আমার মা–বোনদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা বলেন, ‘কিন্তু আমরা কী দেখছি? জুলাই বিপ্লবের পরে মানুষের সেই আশা, সেই আকাঙ্ক্ষা, যে কারণে মানুষ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, তা ভেস্তে গেছে। আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও অবিচার, আবারও চাঁদাবাজি, আবারও দখলদারত্ব।’ তিনি বলেন, ‘সংস্কার ব্যতীত যদি নির্বাচন দেওয়া হয়, সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। নিরপেক্ষ নির্বাচন হবে না। আমরা চাই, আগে সংস্কার হবে, তারপর নির্বাচন।’

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস যদি পাশ্চাত্যের কোনো সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা না করেন, তাহলে তিনি ভালো থাকবেন। যদি পাশ্চাত্যের কোনো অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে মুহূর্তের মধ্যে চলে যাবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর সদর উপজেলা সভাপতি শেখ মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন।