নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ শুনানি শেষে এ বিষয়ে আদেশ দেন।
সেলিম মাহমুদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলা কমিটির সভাপতি। গত ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রেলস্টেশন এলাকার বাড়ি থেকে যৌথবাহিনী সেলিম মাহমুদকে আটক করে রূপগঞ্জ থানায় সোপর্দ করে।
সেলিম মাহমুদের আইনজীবী মাজেদুল হক প্রথম আলোকে বলেন, জেলা ও দায়রা জজ আদালত শুনানি শেষে সেলিম মাহমুদের জামিন মঞ্জুর করেছেন। একই ঘটনায় দুটি মামলা করা হয়েছিল। একটি দণ্ডবিধিতে ও অপরটি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে। ঈদের ছুটিতে শ্রমিকদের অন্যায়ভাবে কর্মচ্যুত করা হয়েছিল। এ কারণে শ্রমিকেরা আন্দোলন শুরু করলে এই মামলা হয়। রেজিস্টার্ড সংগঠনের বিরুদ্ধে এই আইন চলে না, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রমিকেরা আন্দোলনে ছিলেন। সামান্য ঘটনায় বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হয়েছে। আদালত আমাদের কথা শুনে সেলিম মাহমুদসহ অন্য শ্রমিকদের জামিন মঞ্জুর করেছেন।’
আইনজীবী মাজেদুল হক জানান, কারাগারে জামিনের নথি কারাগারে পাঠানো হয়েছে। আজ বিকেল পাঁচটার মধ্যে সেলিম মাহমুদ কারাগার থেকে মুক্ত হবেন বলে তাঁরা আশা করছেন।
গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিনটেক্স বাংলাদেশ লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। ছাঁটাই বন্ধের প্রতিবাদে শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছিলেন। ওই ঘটনায় হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রূপগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছিল।