শ্রমিকদের সড়ক অবরোধ। আজ বেলা ১১টায় চট্টগ্রামের হাটহাজারীতে
শ্রমিকদের সড়ক অবরোধ। আজ বেলা ১১টায় চট্টগ্রামের হাটহাজারীতে

চট্টগ্রাম

কারখানার ট্রাকচালককে তুলে নিয়ে গেলেন সন্ত্রাসীরা, শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রামের হাটহাজারীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে একটি তৈরি পোশাক কারখানার ট্রাক আটকে চালককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এক ঘণ্টা চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানাটির শ্রমিকেরা। পরে পুলিশ ওই ট্রাকচালককে উদ্ধার করলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।

আজ বুধবার বেলা ১১টার দিকে হাটহাজারীর শিকারপুরের ধোপপুল এলাকায় সড়ক অবরোধ করা হয়। অবরোধকারী ওই এলাকার মা জে অ্যান্ড জেড গার্মেন্টসের শ্রমিক। দুপুর ১২টায় শ্রমিকেরা সড়ক অবরোধ প্রত্যাহার করে কারখানায় ফেরেন।

কারখানা কর্তৃপক্ষ, পুলিশ ও শ্রমিক এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে কারখানাটির ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে কিছু স্থানীয় সন্ত্রাসী মালিককে চাপ প্রয়োগ করে আসছিলেন। এক সপ্তাহ আগেও এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তাঁরা। তবে কারখানা কর্তৃপক্ষ জানায় আগের নিয়মেই ঝুট বিক্রি হবে। এতে ওই সন্ত্রাসীরা কারখানা কর্তৃপক্ষকে হুমকি দেন।

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আজ সকালে কামাল হোসেন নামে কারখানাটির এক ট্রাকচালককে তুলে নিয়ে যান সন্ত্রাসীরা। বিষয়টি জানাজানি হওয়ার পর কারখানার কয়েক শ শ্রমিক সড়ক অবরোধ করেন। এ সময় সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ট্রাকচালককে উদ্ধারের দাবি তোলেন শ্রমিকেরা। পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় একটি কার্যালয়ে আটকে রাখা ওই ট্রাকচালককে উদ্ধার করে। এরপর পুলিশের অনুরোধে শ্রমিকেরা সড়ক অবরোধ প্রত্যাহার করে কারখানায় ফিরে যান।

অভিযানে ওই ট্রাকচালক উদ্ধার হলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। সড়ক অবরোধ চলাকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুপাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। অবরোধ প্রত্যাহারের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

তৈরি পোশাক কারখানাটির বিপণন কর্মকর্তা শোয়েব চৌধুরী আজ বুধবার বেলা ১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্থানীয় কিছু সন্ত্রাসী গত ৫ আগস্টের পর থেকে কারখানার ঝুট ব্যবসা নিজেদের আয়ত্তে নিতে চাপ দিয়ে আসছিলেন। তাঁরাই ঝুটবোঝাই ট্রাকের চালককে তুলে নিয়ে গিয়েছিলেন।

জানতে চাইলে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তুলে নেওয়া ওই ট্রাকচালককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ মামলা করলে সন্ত্রাসীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।