
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘যেদিন জিয়াউর রহমানকে হত্যা করা হয়, সেদিন সারা দেশের মানুষ চোখের পানি ফেলেছে। জনগণের ভোটের অধিকার বাস্তবায়নে জিয়াউর রহমানের ব্যাপক ভূমিকা রয়েছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানকে এখনো মানুষ স্মরণ করে।’
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকালে ঢাকার কেরানীগঞ্জে এক দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গয়েশ্বর চন্দ্র রায় তাঁর বক্তব্যে বলেন, ‘বর্তমানে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। গতকাল জাপানে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, বিএনপি ছাড়া আর কেউ নির্বাচন চায় না। এ কথা সত্য নয়। সব দলই নির্বাচন চায়। শুধু একমাত্র ড. ইউনূস নির্বাচন চান না। আমাদের নেত্রী খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য আমাদের সংগ্রাম চলছে, চলবে।’
গয়েশ্বর রায় আরও বলেন, ‘গত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে ভোটের অধিকার ছিল না। কিন্তু আগামী নির্বাচনে আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, যাঁকে খুশি তাঁকে দেবেন। আমরা আশাবাদী, অন্তর্বর্তী সরকার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন।’
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায়, ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মানিক, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, মহিলা দলের নেত্রী গুলশান আরা প্রমুখ।