
হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জামিনে মুক্তি পেয়েছেন। আজ রোববার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার এমরান আহমেদ প্রথম আলোকে বলেন, ১৩টি মামলার মধ্যে সর্বশেষ মামলায় জামিননামা আসে কারাগারে। যাচাই-বাছাই করে তাঁকে মুক্তি দেওয়া হয়।
এর আগে গতকাল শনিবার হেফাজতে ইসলামের ১১ সদস্যের একটি প্রতিনিধিদল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে। ওই সময় তারা গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবি জানায়।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে গত বছর মার্চে ঢাকা সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ওই সফরের বিরোধিতা করে আন্দোলনের একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। দেশের বিভিন্ন জায়গায় সংঘাত, সহিংসতায় অনেকের মৃত্যু হয়।
এ ঘটনার পর গত বছরের ১১ এপ্রিল চট্টগ্রাম নগরের বালুচরা এলাকা থেকে আজিজুল হক ইসলামাবাদীকে আটক করে পুলিশ। সে সময় তিনি হাটহাজারীতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে শহরে ফিরছিলেন। পরে তাঁকে ২০১৩ সালে ঢাকার শাপলা চত্বরে সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর ঢাকা ও চট্টগ্রামে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া ১৩টি মামলায় আজিজুল হক ইসলামাবাদীকে আসামি করা হয়।